সীমান্তে মর্টারশেলের বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
সীমান্তে-মর্টারশেলের-বিষয়টি-কূটনৈতিকভাবে-সমাধান-করা-হবে-স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে শেষে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চাই না আমরা। প্রয়োজনে এ নিয়ে জাতিসংঘে অভিযোগ দেওয়া হবে।
গত ১৪ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশ সীমান্তে আর কোনো গোলা পড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার। সেই সঙ্গে দেশটির আর কোনো নাগরিক এদেশে ঢুকবে না বলে নিশ্চয়তা দিয়েছে তারা।
এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, মিয়ানমারের সঙ্গে সংলাপ ও আলোচনার মাধ্যমে সীমান্তে উত্তেজনা এড়াতে চায় বাংলাদেশ।
তবে এদিন সকালেও বান্দরবানের তুমব্রু সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্তে মর্টারশেল হামলায় অন্তত একজন নিহত হন। আর আহত হন অন্তত ৪ জন। এরপর থেকে ঘুমধুম সীমান্তে থম থমে অবস্থা বিরাজ করছে।
গত কিছুদিন ধরেই সীমান্তে উত্তেজনা বিরাজমান। মাঝে মাঝেই মিয়ানমার থেকে মর্টারশেল ও গোলা বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
এ ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মোকে দেশটির উইংয়ের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। মিয়ানমারকে দু’বার কঠোর প্রতিবাদ জানায়।