তাপমাত্রা বাড়ার বার্তা দিলো আবহাওয়া অফিস
প্রকাশিত : ০২:১০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
তাপমাত্রা-বাড়ার-বার্তা-দিলো-আবহাওয়া-অফিস
আবহাওয়া অধিদফতর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ঈশ্বরদীতে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনা, মোংলা, সাতক্ষীরা ও কুতুবদিয়ায় ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
শনিবার সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলছে, সুস্পষ্ট লঘুচাপটি ভারতের উত্তর প্রদেশ এবং এর কাছাকাছি এলাকায় দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে এবং মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আরো পড়ুন> টিকার প্রথম-দ্বিতীয় ডোজ কখন থেকে পাওয়া যাবে না জানালেন স্বাস্থ্যমন্ত্রী
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলায় ৬৮ মিলিমিটার। এছাড়া বরিশালে ৫৩, তেঁতুলিয়ায় ৪৪, কুতুবদিয়ায় ৪১, ভোলায় ৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।