একলা চলো নীতিতে নির্বাচন প্রস্তুতি জামায়াতের
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
একলা-চলো-নীতিতে-নির্বাচন-প্রস্তুতি-জামায়াতের
জানা গেছে, জামায়াতের ৩০০ আসনে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। মনোনয়ন বাছাই কমিটি গঠনের কাজও সম্পন্ন হয়েছে। এরই মধ্যে জামায়াতের শুরা সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা করছে মনোনয়ন বাছাই কমিটি। প্রত্যক্ষ এ ভোটের মাধ্যমে প্রার্থিতা চূড়ান্ত করবে জামায়াত।
দলীয় সূত্র জানায়, আগস্ট মাসেই জামায়াত ৩০০ আসনের মনোনয়ন কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি জেলায় কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্যের এই কমিটি জামায়াতের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা তৈরি করবে। সেই তালিকা জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার কাছে পাঠানো হবে। মজলিশে শুরার সদস্যরা তালিকাগুলো যাচাই-বাছাই করে সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা পাঠাবে জেলা কমিটির কাছে। জেলা কমিটি সেই তালিকা নিয়ে গোপন ব্যালটের ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করবে।
আরো জানা গেছে, ডিসেম্বরের মধ্যেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে একান্ত যোগাযোগ শুরু করেছে জামায়াত। এখন তাদের দুটি রাজনৈতিক কৌশল আছে। এক- শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের সঙ্গে দরকষাকষি। দুই- বিএনপি নির্বাচনে না এলে অন্য ইসলামী রাজনৈতিক দল নিয়ে জোট গঠন।