বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

প্রকাশিত : ১১:৩০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

আরব-আমিরাতের-বিপক্ষে-বাংলাদেশের-বড়-জয়

আরব-আমিরাতের-বিপক্ষে-বাংলাদেশের-বড়-জয়

আসন্ন টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে আরব আমিরাত নারী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। ম্যাচটিতে বড় জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। লতা মন্ডলের দারুণ বোলিংয়ে লাল সবুজদের জয়ের ব্যবধান ৫৪ রান।

এদিন আগে ব্যাট করে বাংলাদেশের করা ১২৪ রানের জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৭০ রানে থেমেছে আরব আমিরাতের ইনিংস। বল হাতে তিন ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা মন্ডল।

এর আগে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। মুর্শিদা খাতুন এদিন দারুণ ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩২ রান। তাছাড়া নিগার সুলতানা এবং সুবহানা মোস্তারিও সাবলীল ব্যাটিং করেছেন।

নিগারের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৫ রান। আর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন সুবহানা। সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৩৯ রান করেছেন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি চারের মার। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ করে বাংলাদেশ দল। এরপর বোলারদের নৈপুণ্যে সহজ জপ্য পেয়েছে টাইগ্রেসরা।