ইরানে হিজাব না পরায় আটক তরুণীর রহস্যজনক মৃত্যু
প্রকাশিত : ১০:৫০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ইরানে-হিজাব-না-পরায়-আটক-তরুণীর-রহস্যজনক-মৃত্যু
মাশার পরিবার এবং অধিকারকর্মীরা বলছেন, তরুণী মাশার মৃত্যু সন্দেহজনক। এর সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে।
গত মঙ্গলবার পরিবারের সঙ্গে ইরানের রাজধানী তেহরানে যান ২২ বছরের মাশা আমিনি। তখন ইসলামি পোশাকের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক হিজাব না পরায় তাকে আটক করে পুলিশ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, দুর্ভাগ্যবশত, মাশা আমিনি মারা গেছেন এবং তার মরদেহ মেডিকেল পরীক্ষার জন্য (ময়নাতদন্ত) পাঠানো হয়েছে।
পরিবারের বরাতে পারসিয়ান ভাষার সংবাদমাধ্যমসহ ইরান ওয়্যার ওয়েবসাইট এবং সার্গ পত্রিকার জানায়, আমিনিকে সুস্থ অবস্থায় আটক করা হয়েছে। আটকের কয়েক ঘণ্টার মধ্যে আমিনির মৃত্যুর খবর জানা গেছে।
মাশা আমিনি থানায় যাওয়ার পর কী ঘটেছে এবং হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ার পর কী ঘটছে তা এখনো জানা যায়নি।
ইরানের নির্যাতন পর্যবেক্ষণকারী চ্যানেল ১৫০০তাভসীর দাবি করছে, মাশাকে মাথায় আঘাত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বাইরে মানুষ জড়ো হয়েছেন এবং পুলিশ জড়ো হওয়া মানুষকে সরাতে ব্যস্ত রয়েছে। পরবর্তীতে ইরানের তেহরানে সন্ধ্যায় ইরানের শাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।