ব্রাজিলিয়ানরা গোল করলে বানরের মতো নাচে!
প্রকাশিত : ১০:৩০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ব্রাজিলিয়ানরা-গোল-করলে-বানরের-মতো-নাচে
স্প্যানিশ টিভি অনুষ্ঠানে তাকে ‘বানর নাচানো’ বন্ধ করতে বলা হয়েছে। এরপরই পেলে-নেইমারসহ ব্রাজিলিয়ান তারকারা রীতিমতো ফুঁসে উঠেছেন। ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বর্ণবাদী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন তারা।
বর্ণবাদী এই মন্তব্যটা এসেছে স্প্যানিশ ফুটবল এজেন্টদের সভাপতি পেদ্রো ব্রাভোর কাছ থেকে। স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গুইতোয় এই কথা বলেছেন তিনি। ব্রাজিল তারকা ভিনিসিয়াসকে নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘আপনাকে আপনার প্রতিপক্ষকে সম্মান দিতে হবে।’
এরপর তিনি বলেন, ‘যখন আপনি গোল করবেন, যদি আপনি সাম্বা নাচতে চান, তাহলে আপনাকে ব্রাজিলের সাম্বোদ্রোমোয় যেতে হবে। কিন্তু এখানে আপনাকে আপনার সহকর্মীদের শ্রদ্ধা করতেই হবে, বানর নাচানো বন্ধ করতে হবে।’
এর প্রতিবাদে নেইমার ইনস্টাগ্রামে বলেন, ‘ড্রিবল করো, নাচো আর তোমার মতো থাকো। নিজের মতো করে খুশি থাকো। এটা করতে থাকো। পরের গোলের পর আমরা এভাবে নাচবো।’ মাদ্রিদ তারকা ভিনিসিয়াস এর উত্তরে বলেছেন, ‘সবসময়!’
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে বলেছেন, ‘ফুটবল একটা আনন্দের উপলক্ষ। এটা একটা নাচ, উৎসব। যদিও এখনো বর্ণবাদ পৃথিবীর বুকে আছে, সেটাকে আমাদের হাসি বন্ধ করতে দেব না। আমরা হাসতে থাকব, এভাবেই আমরা বর্ণবাদ মোকাবেলা করতে থাকব। আমরা আমাদের খুশি থাকার অধিকারের জন্য লড়াই করছি।’
সবকিছু ছাপিয়ে গেছে ব্রাজিল মিডফিল্ডার ব্রুনো গিমারেসের কথা। তার ভাষ্য, ‘এই অসভ্যগুলোকে এই জায়গা থেকেই গ্রেপ্তার করা উচিত ছিল। এই লোকটা টিভিতে এসে এই কথা বলছে। চিন্তা করুন, সে টিভির বাইরে থাকলে কেমন করে। এই লোকের যদি জেল না হয়, তাহলে বিষয়টা মেনে নেয়া যাবেই না।’