যেভাবে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আসে ‘আদানি’
প্রকাশিত : ০১:৫০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
যেভাবে-বিশ্বের-শীর্ষ-ধনীদের-তালিকায়-আসে-আদানি
ভারতীয় ধনকুবের নামে পরিচিত গৌতম আদানি। শুক্রবার (১৬ সেপ্টম্বর) বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল তার নাম। এ সময় আদানি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আমাজনের জেফ বেজোস ও ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্টকে টপকে যান। তবে এর কিছুক্ষণ পর ফের তৃতীয় অবস্থানে চলে যান তিনি। দ্বিতীয় স্থানের জায়গা দখল করে নেন বার্নার্ড আর্নল্ট।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকায় দেখা যায়, আগের তুলনায় আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে প্রায় চার শতাংশ। আদানির সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ৩.৪৮ শতাংশ। সেই সময় আদানি গ্রুপের চেয়ারম্যানের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ১৫৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১২.৩৭ লাখ কোটি রুপি। সেই হিসেবেই অ্যামাজনের মালিককে পেছনে ফেলেন আদানি।
একইসঙ্গে এই তালিকায় আদানি টপকে যান লুই ভিটনের কর্ণধার বার্নার্ড আর্নল্টকেও।
কিন্তু এরপর আদানির সম্পদ আবার ১৫২ বিলিয়ন ডলারে নেমে আসে। যার ফলে দ্বিতীয় স্থানে ফেরেন বার্নার্ড আর্নল্ট। তার সম্পদের মূল্য এখন ১৫৪ দশমিক ২ বিলিয়ন ডলার। অন্যদিকে ২৭৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এলন মাস্ক এখনও সবার উপরেই আছেন।
একদিনেই কীভাবে এত সম্পদ বাড়ল আদানির?
শুক্রবার শেয়ার বাজার খুলতেই লক্ষ্মীলাভ হয় আদানি গ্রুপের। বম্বে স্টক এক্সচেঞ্জে আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট এবং আদানি ট্রান্সমিশন রেকর্ড স্তরে পৌঁছে যায়। শেয়ার বাজারের এই লাভে ভর করেই সপ্তাহের শেষ কর্মদিবসে ঝড়ো ব্যাটিং করেন আদানি। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন।
চলতি বছরে এখনও আদানির সম্পত্তির পরিমাণ ৭০ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় যারা ১০ নম্বরে আছেন, চলতি বছর তাদের মধ্যে কারো সম্পদ এত বৃদ্ধি পায়নি।
ফেব্রুয়ারিতে রিলায়েন্সের মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার ধনীতম ব্যক্তি হন আদানি। গত মাসে ধনীতম ব্যক্তির তালিকায় বিল গেটসকে ছাপিয়ে যান। আদানির কাছে হেরে গেলেন অ্যামাজনের জেফ বেজোসও।
৬০ বছরের আদানি হলেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা। বন্দর, অবকাঠামো-সংক্রান্ত বিষয়, তাপবিদ্যুৎ, আবাসনের মতো খাতে বিশাল বিনিয়োগ আছে আদানি গ্রুপের।
মাস কয়েক আগেই সিমেন্ট ব্যবসায় প্রবেশ করেছে আদানি গ্রুপ। ১০.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে সুইস সিমেন্ট সংস্থা হোলসিমের সঙ্গে হাত মেলান আদানি। ভারতে হোলসিমের সিমেন্ট ব্যবসার অধিগ্রহণ করেন। যা ভারতে সিমেন্ট ব্যবসার ভোল পালটে দেবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
সূত্র- এনডিটিভি।