কিউই কিউরেটর ‘বিশেষ প্রশিক্ষণ’ দিবেন গামিনিদের
প্রকাশিত : ১২:৩০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
কিউই-কিউরেটর-বিশেষ-প্রশিক্ষণ-দিবেন-গামিনিদের
বিসিবি সূত্রে জানা গেছে, এ ‘বিশেষ প্রশিক্ষণে’ গামিনির সঙ্গে সিলেট ও চট্টগ্রামে কর্মরত দুই ভারতীয় কিউরেটর সহ বাকিরাও এ কোর্সে অংশ নেবেন।
বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম শুক্রবার গণমাধ্যমকে জানান, ১৯ সেপ্টেম্বর ঢাকায় আসছেন নিউজিল্যান্ডের কিউরেটর আয়ান জোসেফ ম্যাকেঞ্জি। তিনি আগামী ২৩-২৪ সেপ্টেম্বর, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স করাবেন।
মাহবুব আনাম বলেছন, ‘আমরা কিউরেটরদের জন্য একটা কোর্সের ব্যবস্থা করছি। নিউজিল্যান্ড থেকেই আসছেন তিনি। দেশের কিউরেটরদের কোর্স করাবেন তিনি। বিভিন্ন মাঠে সবকিছু ঘুরে ঘুরে দেখবেন কিউই এই কিউরেটর।’
মিরপুরের উইকেট নিয়ে দেশীয় এমনকি দেশের বাইরের গণমাধ্যমগুলোতে বেশ সমালোচনা হয়ে আসছে। কারণ, টি-টোয়েন্টি ক্রিকেটে এ মাঠে ব্যাটাররা এমনকি বাংলাদেশের ব্যাটাররাও তাদের সহজাত ক্রিকেটটা খেলতে পারেন না। সেই পিচের উন্নতির লক্ষ্যেই বিসিবি এমন উদ্যোগ নিতে যাচ্ছে।