বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপ দলে রিয়াদকে নেয়ার দাবিতে মিরপুরে মানববন্ধন

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

বিশ্বকাপ-দলে-রিয়াদকে-নেয়ার-দাবিতে-মিরপুরে-মানববন্ধন

বিশ্বকাপ-দলে-রিয়াদকে-নেয়ার-দাবিতে-মিরপুরে-মানববন্ধন

জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা ব্যর্থতার কারণে তার ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার দল ঘোষণার সময় নির্বাচকরা জানান, সর্বসম্মতিক্রমেই রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বকাপে না থাকা মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

এ কারণে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে মাহমুদউল্লাহ রিয়াদের ভক্তরা মানববন্ধন করেছেন। প্রায় আধঘণ্টা সেখানে অবস্থান করেন তারা।

মানববন্ধনের সময় তাদের ‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। দ্রুত মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ স্কোয়াডকে ফেরানোর দাবি জানান তারা।

মানববন্ধনের ব্যাপারে জানতে চাইলে রিয়াদের এক ভক্ত বলেন, ‘আমাদের দাবি একটাই। এই বিশ্বকাপে রিয়াদ ভাইকে সুযোগ দেওয়া হোক। উনি অবশ্যই ভালো করবেন। আমাদের বিশ্বাস উনি একজন ভালো অলরাউন্ডার।’