সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
সাফের-ফাইনালে-বাংলাদেশের-প্রতিপক্ষ-নেপাল
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল সাবিনা-তহুরার বাংলাদেশ।
আগামী ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টা ১৫ মিনিটে একই ভেন্যুতে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ-নেপাল।
এদিন দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারত-নেপাল দুই দলই নিজেদের সেরাটা দিয়ে লড়াই করে। শুরু থেকেই আক্রমণ, প্রতি আক্রমণে খেলা জমিয়ে রাখে দুই দল। ম্যাচে প্রথম বড় সুযোগ সৃষ্টি করে ভারত। কিন্তু দলটির স্ট্রাইকার বল জালে রাখতে ব্যর্থ হয়।
এরপর ভারত টানা কয়েকবার নেপালের ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে রাখে। তবে কাঙ্খিত গোলটিই পায়নি টুর্নামেন্টটির সবচেয়ে সফল দল। উল্টো প্রথমার্ধের ইনজুরি টাইমে নেপালের স্ট্রাইকার রাসমি কুমারি গোল করে স্টেডিয়ামজুড়ে উল্লাসের জোয়ার বইয়ে দেয়।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ভারত একের পর এক আক্রমণ চালিয়ে যায়। নেপালও নিজেদের মতো করে সুযোগ সৃষ্টি করে। তবে দুই দলের কেউই বল জালে জড়াতে পারেনি। ভারতের আক্রমণ যখন নেপালের ডিফেন্ডাররা নস্মাৎ করে দিচ্ছিল স্টেডিয়ামে তখন কানফাটা চিৎকার শুরু করছিল স্বাগতিক দর্শকরা।
শেষ পর্যন্ত ভারতীয় ফুটবলাররা হার মানতে বাধ্য হয় নেপালি মেয়েদের কাছে। ম্যাচে কেবল পারফরম্যান্সের দিকে নয় ভারতীয় ফুটবলারদের সঙ্গে শক্তির খেলায়ও সমানে সমান টক্কর দিয়েছে নেপাল।