আচমকা ঘর ধসে সব সন্তানের মৃত্যু, বেঁচে গেলেন মা
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
আচমকা-ঘর-ধসে-সব-সন্তানের-মৃত্যু-বেঁচে-গেলেন-মা
ভারী বৃষ্টিপাতে একটি ঘর ধসে পড়ায় তিন ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের মা আহত হয়েছেন। ভাগ্যগুণে অন্য কক্ষে থাকায় তিনি প্রাণে বেঁচে যান। শুক্রবার ভারতের উত্তর প্রদেশের উনানু জেলার কান্থা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্যানুযায়ী, একটি ঘরে পরিবারের চার সদস্য ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকেই ঘরটি ধসে পড়ে। নিহত তিন ভাই-বোনরা হলেন- অঙ্কিত (২০), আঙ্কুশ (৪) ও উন্নতি (৬)
পুলিশ বলছে, মা ভেতরের কক্ষে থাকার কারণে আহত হয়েছেন।
উত্তর প্রদেশের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রে অজিত জেসওয়াল বলেন, নিয়ম অনুযায়ী নিহতদের হিসেবে চার লাখ টাকা অনুদান দেওয়া হবে। এছাড়া নতুন পাকা ঘর নির্মাণ পর্যন্ত আহত নারীকে আশ্রয় ও খাবার দেওয়া হবে।
ঐ এলাকার সার্কে অফিসার ভিক্রমাজিত সিংহ তার সংশ্লিষ্ট থানার করম্কর্তা সুরেশ সিংকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তিনি।
সূত্র-এনডিটিভি।