বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এশিয়ার চ্যাম্পিয়নদের দল ঘোষণা

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

বিশ্বকাপ-জয়ের-লক্ষ্যে-এশিয়ার-চ্যাম্পিয়নদের-দল-ঘোষণা

বিশ্বকাপ-জয়ের-লক্ষ্যে-এশিয়ার-চ্যাম্পিয়নদের-দল-ঘোষণা

কিছুদিন আগেই শেষ হয়েছে এশিয়া কাপের এবারের আসর। যেখানে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে শ্রীলংকা। এবার বিশ্ব সেরা হওয়ার লক্ষ্যে আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সদ্যই এশিয়া কাপের শিরোপা জেতা শ্রীলংকা বিশ্বকাপের জন্য এশিয়া কাপের প্রায় একই স্কোয়াডের উপর ভরসা রেখেছে। তবে চোট সমস্যা থাকলেই দুই অভিজ্ঞ পেসারকে বিশ্বকাপের দলে রেখেছে তারা।

এশিয়া কাপের সর্বশেষ আসরে চোটের জন্য খেলতে পারেননি দুশমন্থ চামিরা এবং লাহিরু কুমারা। এখন পর্যন্ত এই দুই পেসার সুস্থ হয়ে ওঠেননি। তবে বিশ্বকাপের জন্য দলে রাখা হয়েছে তাদের। টুর্নামেন্টের আগে তাদের ফিটনেস বিবেচনায় দলে টানা হবে।

যদি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারেন তবে সেরা ১৫ জনের স্কোয়াড থেকে ছিটকে যাবেন তারা। সেক্ষেত্রে স্ট্যান্ডবাই তালিকায় থাকা ৫ জনের ক্রিকেটারের মধ্যে দুইজনকে টেনে নেয়া হবে। যথারীতি লংকানদের নেতৃত্ব দেবেন দাসুন শানাকা।

সর্বশেষ এশিয়া কাপের দলে থাকা মালিঙ্গা খ্যাত মাথিসা পাথিরানা বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তার সঙ্গে এশিয়া কাপের স্কোয়াডে থাকা নুয়ান থুসারা এবং পেসার আসিথা ফার্নান্দোও ছিটকে গেছেন। 

এশিয়া কাপে দলের সঙ্গে থাকা দিনেশ চান্দিমাল পুরোপুরিভাবে ছিটকে না গেলেও স্ট্যান্ডবাই তালিকায় আছেন। অবশ্য দলে কোনো চোট সমস্যা সৃষ্টি না হলে স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও দলের সঙ্গে অস্ট্রেলিয়া উড়াল দেওয়া হবে না তার। 

মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই তালিকার ৫ ক্রিকেটার থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবেন শুধু আসেন বান্দারা এবং প্রভীন জয়াবিক্রমা। এদিকে এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করে সেরা ১৫ জনের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন প্রমোদ মাধুসান এবং দিলসান মাধুশাঙ্কা। 

বিশ্বকাপের জন্য ঘোষিত শ্রীলংকার স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙা, মাহেস থিকসানা, জেফরে ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলসান মাধুশাঙ্কা, প্রমোদ মাধুসান।

স্ট্যান্ডবাই প্লেয়ার্স: আসেন বান্দারা, প্রভীন জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুয়ানিদু ফার্নান্দো।