টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী দিনে খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
টি-২০-বিশ্বকাপের-উদ্বোধনী-দিনে-খেলবে-বাংলাদেশ-প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া
২০২৩ সালের ১৪ জানুয়ারি টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। দুই দলই ‘এ’ গ্রুপে জায়গা করে নিয়েছে। তাদের সঙ্গে একই গ্রুপে আছে শ্রীলংকা এবং যুক্তরাষ্ট্র।
উদ্বোধনী আসরে মোট ১৬ দল অংশ নেবে। আইসিসির পূর্ণ সদস্য ১২টি দেশের মধ্যে ১১টি দেশ এই টুর্নামেন্টে খেলবে। সেই সঙ্গে ৫টি সহযোগী সদস্য দেশও অংশ নেবে। পূর্ণ সদস্যের মধ্যে শুধুমাত্র আফগানিস্তান খেলবে না।
এই বিশ্বকাপে প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপ ‘বি’-তে আছে ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে ও রুয়ান্ডা। ‘সি’ গ্রুপে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড এবং ইন্দোনেশিয়া। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা জায়গা করে নিয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গে রয়েছে ভারত, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
২০২১ সালে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু করোনার কারণে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের আসরটি দুই বছর পিছিয়ে গেছে। দুই সপ্তাহের এই টুর্নামেন্ট ১৪ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৯ জানুয়ারি।
প্রথম আসরে খেলা হবে মোট ৪১টি। ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। প্রয়োজনে ৩০ জানুয়ারি গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। বাংলাদেশ দল গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে। তারিখগুলো হচ্ছে যথাক্রমে ১৪ জানুয়ারি (অস্ট্রেলিয়া), ১৬ জানুয়ারি (শ্রীলংকা) ও ১৮ জানুয়ারি (যুক্তরাষ্ট্র)।
প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল জায়গা করবে সুপার সিক্স পর্বে। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। শেষ চারের ম্যাচ দুটি হবে ২৭ জানুয়ারি। ফাইনাল হবে এর দুই দিন পরে।