প্রেম নয়, ভার্সিটিতে পড়তে যাচ্ছি: দীঘি
প্রকাশিত : ০৬:২০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
প্রেম-নয়-ভার্সিটিতে-পড়তে-যাচ্ছি-দীঘি
সম্প্রতি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি ফিল্ম রিলেটেড আরো জ্ঞান নিতে চাই। আর টুকটাক লেখালেখিও পছন্দ করি। সবমিলিয়ে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য বেস্ট হবে।’
এই বিষয়ে পড়ার কৌতুহল নিয়ে দীঘি বলেন, ‘এ বিষয়টি নিলাম। কারণ এই সাবজেক্টে পড়লে অনেক কিছু করতে পারবো। কাজ কর্মের অনেক অপশন খোলা থাকবে। অ্যাটলিস্ট আমাকে বেকার থাকতে হবে না।’
ভার্সিটির করো যদি ভালোলাগার কথা জানাতে যায় দীঘিকে, তিনি কি করবেন গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি প্রেম করতে ভার্সিটিতে যাচ্ছি না, পড়ালেখা করতে যাচ্ছি।’
শিশু শিল্পী হিসেবে দীঘির ক্যারিয়ার শুরু। ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিঞা ভাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও তার অভিষেক ঘটে।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘শেষ চিঠি’ শিরোনামে একটি ওয়েবফিল্মে কাজ করছেন তিনি।