চীনের ‘রাষ্ট্রায়ত্ত’ ভবনে ভয়াবহ আগুন (ভিডিও)
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
চীনের-রাষ্ট্রায়ত্ত-ভবনে-ভয়াবহ-আগুন-ভিডিও
চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘ভবনটি থেকে বিশাল কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা যাচ্ছে এবং ভবনটির অধিকাংশ তলা ভয়াবহভাবে আগুনে জ্বলছে।
‘দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানো চেষ্টা করে যাচ্ছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতাও শুরু হয়েছে,’ বলা হয় সিসিটিভির প্রতিবেদনে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আগুনে জ্বলতে থাকা ভবনটির ছবি টুইট করা হয়েছে। সে ছবিতে দেখা যাচ্ছে, আগুনের তেজে বহুতল সেই ভবনটির বাইরের অংশ পুরো কালো হয়ে গেছে।
এ আগুনে এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছেন— তা এখনো জানা যায়নি।
জানা গেছে, যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি চীনের রাষ্ট্রায়ত্ত টেলি যোগাযোগ কোম্পানি চায়না টেলিকমের মালিকানাধীন। কোম্পানির প্রাদেশিক সদর দফতরও ছিল সেই ভবনটিতে। আগুনের সূত্রপাত এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে জানা গেছে।
>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<