বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওমরাহ পালনে সৌদি গেলেন মাহেদী হাসান

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ওমরাহ-পালনে-সৌদি-গেলেন-মাহেদী-হাসান

ওমরাহ-পালনে-সৌদি-গেলেন-মাহেদী-হাসান

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ মাহেদী হাসান। ওমরাহ পালনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহেদী নিজেই।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের এক ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশত্যাগ করেন মাহেদী।  

মাহেদী বলেন, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবকিছু ঠিক থাকলে ২২ তারিখ দেশে ফিরব। 

মূলত অলরাউন্ডিং পারফরম্যান্স বিবেচনায় জাতীয় দলে কার্যকরি হয়ে ওঠেছেন একজন ক্রিকেটার মাহেদী। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে মাহেদী হাসান লেখেন, ‘সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, আমি খুব দ্রুতই আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। আমাকে আপনাদের দোয়ায় সামিল করবেন।’

মাহেদী জানান, ২০২১ সালের জুলাই থেকে এ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ইকনোমি রেটে রান দেওয়া স্পিনার তিনি। এই পরিসংখ্যানে সাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মত বোলারকে পেছনে ফেলেছেন তিনি। যেখানে মাহেদীর ইকনমি রেট ৫.৭০, সেখানে সাকিবের ৬.৩০। 

আইসিসির নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা বোলার এ মুহূর্তে মাহেদী হাসান। 

তার থেকে চার ধাপ পেছনে সাকিব আল হাসান। মাহেদী রয়েছেন ১৫ নম্বরে আর সাকিব ১৯ নম্বরে।