নিজেই নিজের পুনর্বাসন খরচ বহন করছেন শাহীন: আফ্রিদি
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
নিজেই-নিজের-পুনর্বাসন-খরচ-বহন-করছেন-শাহীন-আফ্রিদি
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে তিনি নিজের অগ্রগতির কথা জানান দেন।
কিন্তু পুনর্বাসন যে কোনও ধরনের ঝামেলা ছাড়াই হচ্ছে, তা নয়। পাকিস্তানের সামা টিভিকে জানান শাহীন আফ্রিদির শ্বশুর শহীদ আফ্রিদি, তিনি বলেন, নিজ খরচে ইংল্যান্ডে গেছেন এই পেসার।
থাকা-খাওয়া থেকে শুরু করে সবকিছু নিজের পকেট থেকে দিতে হচ্ছে শাহীন আফ্রিদিকে। পিসিবি কিছুই করছেন না বলে অভিযোগ শহীদ আফ্রিদির।
আফ্রিদি বলেন ‘নিজে টিকিট কিনে সে যুক্তরাজ্যে গেছে। নিজ খরচে সেখানে থাকছে সে, আমি ওখানে তার জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করেছিলাম। তার সঙ্গে যোগাযোগ করেছিল সে। এসবের কোনও কিছুই করছে না পিসিবি।’
সাবেক অধিনায়ক আরও বলেন, ‘সমন্বয় থেকে শুরু করে থাকার জায়গা, সবকিছু নিজে থেকে করছে সে। জাকির খান (পিসিবির ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট) একবার কি দুইবার তার সঙ্গে কথা বলেছে।’
শহীদ আফ্রিদির এই মন্তব্যের পর পিসিবি শাহীন আফ্রিদির সঙ্গে যোগাযোগ করেছে এবং আশ্বাস দিয়েছে সব খরচ পরিশোধ করা হবে।
সাবেক এই অলরাউন্ডারের বক্তব্যের কারণে পরে পিসিবি রাতেই এক বিবৃতি দেয়, ‘না বললেও চলে যে পিসিবি তার খেলোয়াড়দের যে কোনও চিকিৎসার প্রয়োজনে স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের দায়িত্ব সবসময় নিয়েছে এবং সেটা অব্যাহত রাখবে।