চাকরি নিয়ে চিন্তায় নেই জুভেন্টাস কোচ অ্যালেগ্রি
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
চাকরি-নিয়ে-চিন্তায়-নেই-জুভেন্টাস-কোচ-অ্যালেগ্রি
ইতালির শীর্ষ লিগে গত মৌসুমে কোনোমতে চারে থেকে শেষ করা জুভেন্টাস এই মৌসুমে শুরু থেকেই ছন্দে নেই। সিরি আয় ৬ ম্যাচে মাত্র দুই জয়ে ১০ পয়েন্ট নিয়ে দলটি আছে আট নম্বর স্থানে।
আবার ইউরোপ সেরার মঞ্চে অ্যালেগ্রির দলের চিত্রটা আরো খারাপ। আসরে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে হারের পর গত বুধবার বেনফিকার কাছে ২-১ গোলে হেরেছে তারা। এতে দলটির সামনে এখন গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা উঁকি দিচ্ছে।
সব মিলিয়ে দলের টানা হতশ্রী পারফরম্যান্সে অ্যালেগ্রির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন বাড়ছেই। বেনফিকা ম্যাচের পর এই বিষয়ে জানতে চাওয়া হলে অ্যামাজন প্রাইমকে তিনি বলেন, চাকরি নিয়ে উদ্বিগ্ন নন তিনি।
অ্যালেগ্রি বলেন, চাকরি নিয়ে আমি মোটেও ঝুঁকি অনুভব করছি না। এই মুহূর্তগুলো ফুটবলের অংশ। এই প্রথমবার আমরা চ্যাম্পিয়ন্স লিগে টানা দুটি ম্যাচ হারলাম।
এরপর তিনি বলেন, ২-১ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়েছে, তবে এটা ৩-১ বা ৪-১ হতে পারত। এমনকি আমরা ড্রও করতে পারতাম, তবে আমাদের পারফরম্যান্স প্রত্যাশার চেয়ে খারাপ ছিল।
নিজেদের পরবর্তী ম্যাচে সিরি আয় আগামী রোববার মনসার বিপক্ষে খেলবে জুভেন্টাস।