পর্দা নামলো নিউইয়র্ক ফ্যাশন উইকের
প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
পর্দা-নামলো-নিউইয়র্ক-ফ্যাশন-উইকের
আসরের শেষ দিন আমেরিকান ফ্যাশন ডিজাইনার টম ফোর্ড আশির দশককে সম্মান ট্রিবিউট দিয়ে শেষ করেন নিউইয়র্ক ফ্যাশন উইক-২০২২ এর আয়োজন।
প্যারিস হলো বিশ্বের ফ্যাশন রাজধানী। প্যারিস ফ্যাশন উইকের পরই আসে নিউইয়র্ক ফ্যাশন উইকের নাম। কারণ তারকাদের মিলনমেলা থেকে শুরু করে অনেক নামীদামী মডেলদের হাঁটতে দেখা যায় এ ফ্যাশন উইকের র্যাম্পে। এবারের আয়োজনেও সে ছাপ দেখা যায়। সেই সাথে এ আয়োজনের শেষ দিনে নতুন মাত্রা যোগ করেছেন আমেরিকান ডিজাইনার টম ফোর্ড।
যে কোনো ফ্যাশন উইককে জাঁকজমকভাবে উপস্থাপন করতে সবসময়ই ভিন্ন কিছু আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হন আমেরিকান ফ্যাশন ডিজাইনার টম ফোর্ড। আর এবারও হয়নি এর ব্যতিক্রম। আশির দশকের আবেদনময় সব পোশাকের সমাহার ঘটিয়েছেন তার কালেকশনে।
আশির দশকের গ্লসি পোশাক এবং ফেব্রিকে গ্লিটারের ব্যবহার ফ্যাশন শোতেও ফিরিয়ে এনেছেন তিনি। মডেলদের মেকআপেও এনেছিলেন ৮০ দশকের ছাপ। মডেলদের দেখা গেছে পোশাকের সঙ্গে মিল রেখে মেটালিক জুয়েলারি পরতে। জুয়েলারির সাথে সাথে গানেও ছিল মেটালিকের ছোঁয়া। মডেলরা ক্যারি করেছেন ক্লাসিক জগার শর্টস, স্কার্ট, ওয়েস্টার্ন শার্ট এবং কিছু মিনি জ্যাকেট পড়েও র্যাম্পে হেঁটেছেন তারা।
মেয়েরা র্যাম্পে হাটার পাশাপাশি এবার মেটাল মিউজিকের সাথে তাল মিলিয়ে মঞ্চে হেঁটেছেন ছেলেরাও। ছেলেদের পরনে ছিল আশির দশকের স্যুট, বো, টাই।
এছাড়াও এবারের ফ্যাশন উইকে আলাদা আকর্ষণ যোগ করেছেন সুপার মডেল জিজি হাদিদ ও তার বোন বেলা হাদিদ। দর্শকদের চমকে দিয়ে ঝা চকচকে গাউনে হাজির হয়েছেন দুই বোন। আর তাদের পরই মঞ্চে আসেন ফ্যাশন ডিজাইনার টম ফোর্ড। আর এর মাধ্যমেই শেষ হলো এবারের নিউইয়র্ক ফ্যাশন উইক ২০২২ এর আয়োজন।