যে কারণে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে পারবে না চীন
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
যে-কারণে-রানি-দ্বিতীয়-এলিজাবেথকে-শ্রদ্ধা-জানাতে-পারবে-না-চীন
ব্রিটেনের পাঁচজন এমপি ও তাদের দুজন কর্মীর ওপর চীনের নিষেধাজ্ঞার কারণে ওয়েস্টমিনিস্টার হলে চীনা প্রতিনিধিদলের প্রবেশের আবেদন প্রত্যাখ্যান করেন হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হইলি।
আগামী সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত ওয়েস্টমিনিস্টার হলে রানির মরদেহে রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিদল শ্রদ্ধা নিবেদন করবেন।
হাউজ অব কমন্স জানায়, নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে কোনো মন্তব্য করা হবে না।
গত বছর বেইজিংয়ের বিরুদ্দে উইঘুর মুসলিমদের নির্যাতনের অভিযোগ করায় সাতজন এমপিসহ ৯ জন ব্রিটেনের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করে চীন। সে কারণে চীনের রাষ্ট্রদূতকে ব্রিটেনের পার্লামেন্টে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে চীনের প্রতিনিধিদলকেও নিষেধাজ্ঞা দেওয়া হলো।
দীর্ঘদিন ধরে চীন ও যুক্তরাজ্যের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ব এবং নতুন করে নিষেধাজ্ঞা সেই পরিস্থিতি আরো জটিল করে তুলবে।
এদিকে, ওয়েস্টমিনিস্টার আবেতে অবস্থিত পার্লামেন্ট থেকে রানির শেষকৃত্যে জন্য সড়ক আনলে সেখানে চীনের ভাইস প্রেসিডেন্ট অংশ নিতে পারেন।
সূত্র- বিবিসি।