বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাইগ্রেস শিবিরে দুঃসংবাদ, ছিটকে গেলেন জাহানারা-পিংকী

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

টাইগ্রেস-শিবিরে-দুসংবাদ-ছিটকে-গেলেন-জাহানারা-পিংকী

টাইগ্রেস-শিবিরে-দুসংবাদ-ছিটকে-গেলেন-জাহানারা-পিংকী

আজ থেকে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথম দিনের প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগে টাইগ্রেস শিবিরের জন্য রয়েছে দুঃসংবাদ। মাঠে নামার আগেই ছিটকে গেলেন দলের দুই কান্ডারি জাহানারা আলম ও ফারজানা হক পিংকি।

দুবাইয়ে আজ রাত ৯টায় বিশ্বকাপের বাছাইপর্বের এই খেলা অনুষ্ঠিত হবে।

নিজেদের প্রথম ম্যাচের আগেই বাছাইপর্ব থেকে চোটের কারণে ছিটকে গেছেন বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম ও ফারজানা হক পিংকি।

গতকাল অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন পেসার জাহানারা। এরইমধ্যে চোটাক্রান্ত আঙুলে দুটো সেলাইও লেগেছে তার। সেরে উঠতে কমপক্ষে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে, যে কারণে বিশ্বকাপ বাছাইপর্বে আর খেলা হচ্ছে না এই টাইগ্রেস অলরাউন্ডারকে।

এদিকে কোভিড পজেটিভ হওয়ার কারণে খেলা হচ্ছে না পিংকিরও। এর ফলে স্বাস্থ্যবিধি মেনেই এই দুই ক্রিকেটারকে দেশে ফিরে আসতে হচ্ছে । 

তাদের পরিবর্তে রিজার্ভে বেঞ্চে থাকা নতুন দুই খেলোয়াড় এরইমধ্যে দুবাইয়ের বিমান ধরেছেন। এর আগে গেল ৮ সেপ্টেম্বর বাছাইপর্ব খেলতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সালমা-জ্যোতিরা।