লখনৌতে ভারি বৃষ্টি, দেয়াল ধসে নিহত ১২
প্রকাশিত : ১১:৫০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
লখনৌতে-ভারি-বৃষ্টি-দেয়াল-ধসে-নিহত-১২
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
স্থানীয় যুগ্ম পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) পীযূষ মোর্দিয়া বলেন, দিলকুশা এলাকায় আর্মি ক্যাম্পের বাইরে ছোট ছোট ঘরে কিছু শ্রমিক বসবাস করছিলেন। রাতভর ভারি বৃষ্টির কারণে সেখানের সীমানা প্রাচীর ধসে পড়ে।
তিনি বলেন, আমরা ভোর তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হই। এ সময় ধ্বংসস্তূপ থেকে নয়জনের মরদেহ বের করার পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন>> আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ, নিহত ১৭৬
তাছাড়া এক রাতের অবিরাম বৃষ্টির পর ভোর ৪টায় সব স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। বেশ কয়েকটি এলাকায় কমলা ক্যাটাগরির ভারি বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
লখনৌতে একদিনে যে বৃষ্টি হয়েছে যা পুরো এক মাসে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় স্থানটিতে ১৫৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।