বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি বন্ধ হচ্ছে কবে, জানাল বিআরটিএ

প্রকাশিত : ১১:১০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ড্রাইভিং-লাইসেন্স-ছাড়া-মোটরসাইকেল-বিক্রি-বন্ধ-হচ্ছে-কবে-জানাল-বিআরটিএ

ড্রাইভিং-লাইসেন্স-ছাড়া-মোটরসাইকেল-বিক্রি-বন্ধ-হচ্ছে-কবে-জানাল-বিআরটিএ

দেশে আগামী ১৫ ডিসেম্বর থেকে চালকের লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি ও নিবন্ধন বন্ধ হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার বিআরটিএ’র পক্ষ থেকে বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেমব্লার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনে (বিমামা) পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

বিআরটিএ গত ৫ জুলাই মোটরসাইকেলের নিবন্ধন পাওয়ার জন্য চালকের লাইসেন্স থাকার শর্ত আরোপ করে। এর আগে, ২০১৯ সালের ১৬ জুন থেকে মোটরসাইকেল কেনার সময় শিক্ষানবিশ লাইসেন্স দেখানোর নিয়ম চালু করা হয়।

বিআরটিএ’র প্রকৌশল শাখার পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিমামার আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু শিক্ষানবিশ (লার্নার) লাইসেন্স দেখিয়ে মোটরসাইকেল নিবন্ধনের সময়সীমা ১৪ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। ১৫ ডিসেম্বর থেকে মোটরসাইকেল কিনতে গেলে চালকের পূর্ণাঙ্গ লাইসেন্স দেখাতে হবে।

বিআরটিএ’র তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে নিবন্ধিত মোটরসাইকেল আছে ৩৭ লাখ ৯০ হাজার ১৪২টি। নিবন্ধিত মোটরসাইকেলের মধ্যে শুধু ঢাকায় চলাচল করে ৯ লাখ ৭২ হাজার ৭৮০টি।