বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১:১০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

সম্মিলিত-প্রচেষ্টায়-সম্প্রীতির-পরিবেশ-নিশ্চিত-করতে-হবে-ধর্ম-প্রতিমন্ত্রী

সম্মিলিত-প্রচেষ্টায়-সম্প্রীতির-পরিবেশ-নিশ্চিত-করতে-হবে-ধর্ম-প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রত্যেককে স্ব স্ব অবস্থান হতে আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত ২ কোটি টাকা সারাদেশের মন্দিরগুলোয় যথাযথভাবে বিতরণের সিদ্ধান্তসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি, ভাইস চেয়ারম্যান সুব্রত পালসহ ট্রাস্টিরা সভায় অংশ গ্রহণ করেন।