নারীরা পুরুষের চেয়ে বেশি সুযোগ চায় না: ইন্দিরা
প্রকাশিত : ১০:১০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
নারীরা-পুরুষের-চেয়ে-বেশি-সুযোগ-চায়-না-ইন্দিরা
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে নারীরা পুরুষের সমান যোগ্যতা, কোনো কোনো ক্ষেত্রে বেশি দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। যা জাতির পিতার স্বপ্নেরই প্রতিফলন।
বৃহস্পতিবার ঢাকার মিরপুরে নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল এবং খিলগাঁওয়ে বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেলের ১০তলা ভবন উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। উদ্বোধন শেষে কক্ষ বরাদ্দপ্রাপ্ত কর্মজীবী নারীদের হাতে রুমের চাবি হস্তান্তর করেন তিনি।
দুটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪৪ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার টাকা। এ দুটি হোস্টেলের মোট কক্ষ ৯৮৮টি। দুটি ভবনেই লিফট, ক্রিড়া কক্ষ, টিভি রুমসহ রয়েছে অন্যান্য সুযোগ-সুবিধা। যা স্বল্প ব্যয়ে কর্মজীবী নারীদের নিরাপদ আবাসন নিশ্চিত করবে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, কর্মজীবী নারীরা যেন কর্মক্ষেত্রে নিশ্চিন্তে কাজ করতে পারে সেই লক্ষ্যে ১০টি কর্মজীবী নারী হোস্টেল ও ১২০টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে যেসব ভবন নির্মাণের কার্যক্রম চলমান আছে, সেসব ভবনে কর্মজীবী নারী হোস্টেল ও ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে।
তিনি আরো বলেন, গত ৮ আগস্ট বঙ্গমাতার জন্মদিনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব কর্মজীবী মহিলা হোস্টেলের নবনির্মিত ১০তলা ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আরো দুটি নতুন ভবন উদ্বোধন করা হলো। ফলে বেশি সংখ্যক কর্মজীবী নারীর নিরাপদ আবাসন নিশ্চিত হলো।
মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শারমিন শাহীন প্রমুখ।