জামিন চেয়ে আদালতে কাঁদলেন পার্থ
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
জামিন-চেয়ে-আদালতে-কাঁদলেন-পার্থ
তবে পার্থর এ অনুনয় মঞ্জুর হয়নি। তাকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ দিনের জেল হেফাজত শেষেই তাকে বুধবার ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয়।
ভার্চুয়ালি হাজির করানো হয় পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। পার্থের জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি চলাকালীন নিজের জামিনের প্রসঙ্গ উঠতেই কান্নায় ভেঙে পড়েন প্রাক্তন এই মন্ত্রী।
আরো পড়ুন>> একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী!
দুর্নীতির অভিযোগে গত ২৩ জুলাই গ্রেপ্তার হন পার্থ। বুধবার শুনানিতে বিচারক পার্থকে কিছু বলার অনুমতি দিলে নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে আনেন পার্থ। বিচারককে তিনি জানান, তাকে তিন বেলা ওষুধ খেতে হয়। নিয়মিত চিকিৎসার প্রয়োজন রয়েছে তার। তদন্তকারীরা তার বাড়িতে ৩০ ঘণ্টা তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার করতে পারেননি। তার পরেও কেন তিনি জামিন পাচ্ছেন না, সেই প্রশ্নই তুলতে দেখা যায় পার্থকে।
তিনি আরো বলেন, জেলবন্দি অবস্থায় তার চিকিৎসা হচ্ছে ঠিকই, কিন্তু তিনি বিচার পাচ্ছেন না।
সূত্র: ইকোনমিক টাইমস