কাতার বিশ্বকাপে লাল-সবুজ জার্সি পড়ে খেলবেন রোনালদোরা
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
কাতার-বিশ্বকাপে-লাল-সবুজ-জার্সি-পড়ে-খেলবেন-রোনালদোরা
সেই ধারাবাহিকতায় এবার নিজেদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করেছে পর্তুগাল। যেখানে নিজেদের ঐতিহ্য বজায় রেখে হোম জার্সির মূল রঙ হিসেবে লাল ও সবুজকেই ব্যবহার করেছে পর্তুগিজরা। অর্থাৎ, আসন্ন কাতার বিশ্বকাপে যথারীতি লাল-সবুজ জার্সি পড়ে খেলবে রোনালদোর দল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুরে পর্তুগালের কাতার বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়। যেখানে হোমের পাশাপাশি অ্যাওয়ে জার্সিও উন্মোচন করা হয়েছে। হোম জার্সিতে লাল সবুজ থাকলেও অ্যাওয়ে জার্সিতে প্রাধান্য পেয়েছে সাদা রঙ। মাঝে বুকের অংশে ঠিকই রাখা হয়েছে লাল সবুজ।
উল্লেখ্য, প্রতিটি দেশই সাধারণত জাতীয় পতাকার রঙের সঙ্গে মিল রেখে হোম জার্সি তৈরি করে। সেই ধারাবাহিকতা মেনেই পর্তুগাল নিজেদের হোম জার্সিতে দীর্ঘদিন ধরে লাল ও সবুজ রঙ ব্যবহার করে আসছে।