বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিন চমক রেখে টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের দল ঘোষণা

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

তিন-চমক-রেখে-টি-২০-বিশ্বকাপে-আফগানিস্তানের-দল-ঘোষণা

তিন-চমক-রেখে-টি-২০-বিশ্বকাপে-আফগানিস্তানের-দল-ঘোষণা

টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর শুরু হতে বাকি আর মাত্র ৩০ দিন। এরই মধ্যে বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এবার নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তানও।

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানরা। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৪ জনকে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বকাপের দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ঘোষিত স্কোয়াডে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার। তারা হলেন সামিউল্লাহ শিনওয়ারি, হাশমতুল্লাহ শাহিদি, করিম জানাত ও নূর আহমেদ। দলে নতুন মুখ মিডল অর্ডার ব্যাটার দারউইশ রাসূলি, লেগ স্পিন অলরাউন্ডার কাইস আহমেদ ও ডানহাতি পেসার সেলিম সাফি। 

স্ট্যান্ডবাই হিসেবে গুলবাদিন নাঈবের সঙ্গে রাখা হয়েছে রহমত শাহ, আফসার জাজাই ও শারাফুদ্দিন আশরাফ। সুপার টুয়েলভ শুরু ১৬ অক্টোবর। ছয়দিন পর ২২ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নামবে আফগানরা। 

আফগানিস্তানের স্কোয়াড
রহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, নাজিবউল্লাহ জাদরান, কাইস আহমাদ, উসমান ঘানি, মোহাম্মদ নবী (অধিনায়ক), মুজিব উর রহমান জাদরান, আজমাতউল্লাহ উমরজাই, সেলিম সাফি, রশিদ খান, ফজল হক ফারুকি, ফরিদ আহমাদ মালিক ও নাভেন উল হক।