বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাইরাল হওয়া সেই সংলাপ বলা কে এই অভিনেতা

প্রকাশিত : ০২:২০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ভাইরাল-হওয়া-সেই-সংলাপ-বলা-কে-এই-অভিনেতা

ভাইরাল-হওয়া-সেই-সংলাপ-বলা-কে-এই-অভিনেতা

বর্তমানের ভালো কিছু দেখলেই ‘মালটাকে গাড়িতে তোল’ এই সংলাপ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় মিম মেকাররা। এই সংলাপে এক মধ্যবয়সী পুরুষের ছবি লাগিয়ে ভাইরাল করে দেয়া হয়। কিন্তু ছবির ব্যক্তিটি কে? খুজেঁ বেড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ার বসবাসকারীরা।

ছবির সেই ভাইরাল হওয়া ব্যক্তিটি পশ্চিমবঙ্গের একসময়ের জনপ্রিয় খলনায়ক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। এই প্রজন্মের দর্শকের কাছে পরিচিত না হলেও সত্তর ও আশির দশকের ভারতীয় বাংলা সিনেমার দর্শকদের কাছে তিনি খল অভিনেতা হিসেবে জনপ্রিয় ছিলেন।

এখন প্রশ্ন হলো ‘মালটাকে গাড়িতে তোল’ সংলাপের সঙ্গে তার সম্পর্ক কী? সম্পর্ক আছে বলেই তাকে নিয়ে এমন মিম তৈরি হয়েছে। সংলাপটি আসলে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের একটি সিনেমায় ছিলো। 

একটি সিনেমার দৃশ্যে দেখা গেছে, ফাঁকা রাস্তায় হেঁটে যাচ্ছেন নায়িকা, তাকে দেখে সৌমিত্রর চরিত্র বলেছে, ‘মালটাকে গাড়িতে তোল’। সেই থেকেই সৌমিত্রর সঙ্গে জুড়ে গেছে সংলাপটি।

খল চরিত্রের অভিনয়ের জন্য পরিচিতি পাওয়া এই অভিনেতার জন্ম হুগলির পান্ডুয়ার দমদমা গ্রামে। ষাটের দশকে মাত্র আট বছর বয়সে ‘সুভা ও দেবতার গ্রাস’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। আশির দশকে প্রায় দেড়’শ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ত্রয়ী’ সিনেমায় দেবশ্রী রায় ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করে আলোচিত হন। ‘ত্রয়ী’ ছাড়াও ‘গুরুদক্ষিণা’, ‘ইন্দ্রজিৎ’, ‘পাপ পুণ্য’, ‘বদনাম’–এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।