শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৬ ১৪৩১   ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ত্যাগী নেতাদের বাদ দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ

প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ত্যাগী-নেতাদের-বাদ-দিয়ে-ছাত্রদলের-কমিটি-গঠনের-অভিযোগ

ত্যাগী-নেতাদের-বাদ-দিয়ে-ছাত্রদলের-কমিটি-গঠনের-অভিযোগ

কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে অসন্তোষ বাড়ছে বিএনপির ‘ভ্যানগার্ড’ খ্যাত ছাত্রদলে। সংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনের কারণে এ অস্থিরতা দেখা দিয়েছে। এ কমিটি মানতে চাইছেন না অনেকেই।

তারা বলছেন, সংগঠনের ত্যাগী ও যোগ্যদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। 

যারা রাজনীতিতে ৭-৮ বছর ধরে সম্পৃক্ত নয়, তাদেরকে পদ দেওয়া হয়েছে। আর এ কমিটিতে ৪০-৫০ জন বিবাহিত নেতাও পদ পেয়েছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের পদবঞ্চিত এক নেতা বলেন, কেন্দ্রীয় কমিটি নিয়ে ছাত্রদলের তৃণমূলে অনেক অসন্তোষ রয়েছে। কারণ যারা ইউনিট কমিটিতে পদ পাওয়ার যোগ্য না তারা কেন্দ্রীয় কমিটি পদ পেয়েছেন। এমন নেতার সংখ্যা প্রায় ১০০ থেকে ১৫০ জন হবে। আর প্রায় ৪০ থেকে ৫০ জন বিবাহিত নেতাও কমিটিতে পদ পেয়েছেন।

তবে কমিটি ঘোষণার পর এসব বিষয় আর প্রাধান্য দেওয়া হবে না। কারণ কমিটি গঠনের লক্ষ্যে গত ২৪ আগস্ট একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল। 

সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলে প্রতিনিধিত্ব করতে আগ্রহী নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্ব করতে আগ্রহী (পদ প্রত্যাশী) কারো সম্পর্কে কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত ক্রাইটেরিয়া বহির্ভূত কোনো অভিযোগ থাকলে কেন্দ্রীয় সংসদকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

এ অভিযোগ গত ৩০ আগস্টের মধ্যে কেন্দ্রীয় দফতরে কিংবা কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে অভিযোগ ও অভিযোগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণসহ জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। 

ঘোষিত এ তারিখের পর আর কোনো অভিযোগ কেন্দ্রীয় সংসদের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না বলেও সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল।

এরপরও কেউ যদি সুনির্দিষ্টভাবে কেন্দ্রীয় কমিটির কোনো নেতার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ দেয়- সেই নেতার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ।

এ বিষয়ে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, এসব অভিযোগের বিষয়ে জানতে কমিটি গঠনের আগে (গত ৩০ আগস্ট) বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্যই তাকে বাদ দেওয়া যাবে।

গত ১৭ এপ্রিল কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি এবং সাইফ মোহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর প্রায় পাঁচ মাসের মধ্যে (১১ সেপ্টেম্বর) ৩০২ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর পরই ছাত্রদলের পদবঞ্চিত ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং নতুন ঘোষিত কেন্দ্রীয় কমিটির প্রতি অনাস্থা জানান।