বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট থেকে উথাপ্পার বিদায়

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ক্রিকেট-থেকে-উথাপ্পার-বিদায়

ক্রিকেট-থেকে-উথাপ্পার-বিদায়

ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রবিন উথাপ্পা। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে নিজের অবসরের কথা জানান উথাপ্পা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার রাজ্য কর্নাটক ও দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সব থেকে বড় সম্মানের। সব ভালোরই একটা শেষ আছে। খুব ভারাক্রান্ত মনে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।’

২০০৬ সালের ১৫ এপ্রিল ভারতের হয়ে ওয়ানডে ফরম্যাটে উথাপ্পার অভিষেক হয়েছিল। পরের বছর ১৩ সেপ্টেম্বর ভারতের টি-২০ দলেও তার অভিষেক হয়। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ভাল খেলেছিলেন উথাপ্পা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই করেছিলেন ফিফটি। ধোনির বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তার। ২০১৫ সালের ১৪ জুলাই ভারতের হয়ে শেষ বার ওয়ানডে ম্যাচে খেলতে নামেন উথাপ্পা।

ভারতের হয়ে মোট ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন উথাপ্পা। করেছেন ৯৩৪ রান। ছ’টি ফিফটি হাঁকিয়েছেন তিনি। বল হাতে নিয়েছেন দু’টি উইকেট। দেশের হয়ে ১২টি টি-২০ ম্যাচে ২৪৯ রান করেছেন এই ডান হাতি ব্যাটার। ক্রিকেটের ছোট ফরম্যাটে হাঁকিয়েছেন একটি ফিফটি।

২০০৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে উথাপ্পার আইপিএল ক্যারিয়ার শুরু। এরপর একে একে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে। আইপিএলে দু’বার শিরোপা জিতেছেন তিনি।

আইপিএলে ২০৫টি ম্যাচ খেলেছেন উথাপ্পা। করেছেন ৪৯৫২ রান। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় নবম স্থানে রয়েছেন তিনি। আইপিএলে ২৭টি ফিফটি করেছেন কর্নাটকের এই ডান হাতি ব্যাটার।