বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের ব্যাটারদের কার স্ট্রাইক রেট কত?
প্রকাশিত : ১১:৩০ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
বাংলাদেশের-বিশ্বকাপ-স্কোয়াডের-ব্যাটারদের-কার-স্ট্রাইক-রেট-কত
বিসিবির ঘোষিত এই দলে জায়গা পাননি সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নির্বাচকরা আস্থা রেখেছেন নাজমুল হাসান শান্তর ওপর। মূল স্কোয়াডে জায়গা না পেলেও অতিরিক্ত তালিকায় আছেন শেখ মাহেদী।
সদ্য সমাপ্ত এশিয়া কাপ টি-২০তে চরম ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এতে গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই হেরেছে টাইগাররা। যেখানে অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে হার্ড হিটিংয়ে ব্যর্থতা।
আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাংলাদেশ দলের ব্যাটাররা কেমন হার্ড হিটিং করতে পারেন? কেমনই বা তাদের ব্যাটিং স্ট্রাইক রেট? চলুন দেখে নেয়া যাক এক নজরে:
এই তালিকায় ১২৫.৬৯ স্ট্রাইক রেট নিয়ে সবার ওপরে আছেন লিটন কুমার দাস। ১০১ ম্যাচ খেলা অধিনায়ক সাকিব আল হাসানের স্ট্রাইক রেট ১২০.৭৯। ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট নাজমুল হোসেন শান্তর। ৯ ম্যাচ খেলা শান্তর স্ট্রাইক রেট ১০৪.২৩।
নাম - মোট ম্যাচ - স্ট্রাইক রেট
সাকিব আল হাসান - ১০১ - ১২০.৭৯
লিটন কুমার দাস - ৫৪ - ১২৫.৬৯
মেহেদী হাসান মিরাজ - ১৪ - ১২৪.৫৩
মোসাদ্দেক হোসেন সৈকত - ২৩ - ১২০.৬২
সাব্বির রহমান - ৪৫ - ১২০.৫৩
আফিফ হোসেন - ৪৯ - ১১৯.২৭
নুরুল হাসান সোহান - ৩৫ - ১১৬.৭৯
ইয়াসির আলী রাব্বি - ১ - ১১৪.২৯
নাজমুল হাসান শান্ত - ৯ - ১০৪.২৪