এক গোলে ২ রেকর্ড গড়লেন মেসি
প্রকাশিত : ০৭:৩০ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
এক-গোলে-২-রেকর্ড-গড়লেন-মেসি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে গোল পেয়েছেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে। এতে ফরাসি চ্যাম্পিয়নরা ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়েছে। এ ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এক গোল করে দুইটি রেকর্ড গড়েছেন।
বুধবার রাতে ম্যাকাবির মাঠে ৩৭তম মিনিটে গোলের দেখা পান মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১২৬তম গোল। এ নিয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগে ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোলের দেখা পেলেন। এতে যৌথভাবে পাশে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন তিনি। রোনালদো গোল করেছেন ৩৮টি দলের বিপক্ষে।
মেসি ইসরায়েলের কোনো দলের বিপক্ষে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেললেন। এতে তিনি ভিন্ন ১৯টি দেশের ক্লাবের বিপক্ষে গোল করলেন। একইসঙ্গে মেসি প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ১৮ মৌসুমে গোল করলেন। মেসির নিকটবর্তী প্রতিপক্ষে রিয়াল মাদ্রিদের বেনজেমা। টানা ১৭ মৌসুমে গোল আছে বেনজেমার।