ওড়ার সময়ই প্লেনে ধরলো ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা
প্রকাশিত : ১০:৫০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
ওড়ার-সময়ই-প্লেনে-ধরলো-ভয়াবহ-আগুন-অল্পের-জন্য-রক্ষা
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় প্লেনে চার শিশুসহ ১৪১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। ঘটনার পর দ্রুত সবাইকে উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ আরো জানায়, এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটির একটি ইঞ্জিনে ত্রুটি চিহ্নিত করা গেছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প প্লেনের ব্যবস্থাও করা হয়।
কয়েক মাস আগেই কেরালার কালিকট (কোঝিকোড়) থেকে এয়ার ইন্ডিয়ার দুবাইগামী প্লেনে মাঝ আকাশে আগুন ধরে। জরুরিভিত্তিতে প্লেনটি মাস্কট বিমানবন্দরে অবতরণ করে।
Passengers and crew were evacuated from an Air India Express Muscat-Cochin flight at Oman’s Muscat airport on Wednesday after smoke and fire was reported in one of the aircraft’s engines.https://t.co/zkuLquO9o9 pic.twitter.com/qK1e81kioA
— The Indian Express (@IndianExpress) September 14, 2022