বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সব ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানালেন রবীন উথাপ্পা

প্রকাশিত : ১০:৩০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

সব-ফরম্যাটের-ক্রিকেটকে-বিদায়-জানালেন-রবীন-উথাপ্পা

সব-ফরম্যাটের-ক্রিকেটকে-বিদায়-জানালেন-রবীন-উথাপ্পা

ক্রিকেটের সব ফরম্যাটক থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রবীন উথাপ্পা। 

বুধবার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

তিনি তার পোস্টে লিখেন, ‘পেশাদার ক্রিকেটে আমার ২০ বছর হয়ে গেছে। দেশ ও রাজ্যের হয়ে খেলে অনবদ্য একটা সফর পূর্ণ করলাম। অনেক ওঠা-নামা ছিল। বেশ কিছু তৃপ্তি, আনন্দ, স্বস্তির মুহূর্তও ছিল। সব ভালো জিনিসেরই সমাপ্তি আছে। আমার ক্ষেত্রেও তাই।’ 

তিনি আরো লিখেন, ‘ভারতের সব ধরণের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এবার পরিবারকে পুরোপুরি সময় দিতে চাই। জীবনের নতুন দিকটা আবিষ্কার করতে চাই।’

উথাপ্পা ২০০৭ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন। ওই বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিনি ৩৯ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫০ রান করেছিলেন।

ভারতের হয়ে তিনি ৪৬ ওয়ানডে খেলে ৯৩৪ রান করেছেন। আর ১৩ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ২৪৯ রান।

২০২১ সালে আইপিএলের শিরোপা জেতা চেন্নাই সুপার কিংস দলের অংশ ছিলেন উথাপ্পা। এছাড়া গৌতম গাম্ভীরের নেতৃত্বে ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা কলকাতা নাইট রাইডার্সের দলের হয়েও খেলেন তিনি। 

আইপিএলের ইতিহাসে উথাপ্পা নবম সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০৫ ম্যাচ খেলে ২৭ ফিফটিতে ৪ হাজার ৯৫২ রান করেন তিনি।