বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশের হয়ে খেলতে হামজাকে স্বাগত জানান জামাল

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

দেশের-হয়ে-খেলতে-হামজাকে-স্বাগত-জানান-জামাল

দেশের-হয়ে-খেলতে-হামজাকে-স্বাগত-জানান-জামাল

ইউরোপীয়ান ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের হয়ে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। একসময় লেস্টার সিটির হয়ে খেলতেন। চলতি মৌসুমে ধারে খেলছেন ওয়াটফোর্ডে। 

এবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা হামজা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ' আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। আমি এখানে থাকলে আগামী কয়েক বছরে আরও ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবো। তবে আমি বাংলাদেশে গিয়ে খেলতে পারলে আরও গর্বিত হবো। সেখানে নিয়মিত খেলতে চাই।'

হামজার এই ইচ্ছের কথা নজরে এসেছে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার। বাংলাদেশের অধিনায়ক জামাল হামজার ইচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন। 

জামাল বলেন, ‘তাকে বাংলাদেশের হয়ে খেলতে স্বাগত জানাই। তার বাংলাদেশের প্রতি টান খুব ভালো লেগেছে।’ 

হামজা বাংলাদেশ দলে আসলে দলের শক্তি অনেক বাড়বে বলে মনে করেন জামাল। তিনি বলেন, ‘হামজা অত্যন্ত ভালো খেলোয়াড়, সে বাংলাদেশ দলে আসলে আমাদের দলীয় সামর্থ্য আরো অনেক বেড়ে যাবে। হামজা বিশ্বের সেরা লিগে খেলে। তার নিজেকে প্রমাণের কিছু নেই। সে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছে সেটাই যথেষ্ট।’ 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রথম প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া নিজেই। গত চার বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশের অধিনায়কত্ব করছেন। 

প্রবাসী ফুটবলাররা যদি জাতীয় দলে অন্তর্ভুক্ত হয় তাহলে দলের শক্তি বেড়ে যাবে অনেক। এ প্রসঙ্গে জামাল বলেন, ‘আধুনিক ফুটবল বিশ্বে এটা খুবই সাধারণ ঘটনা। এর মাধ্যমে অনেক দেশের ফুটবলের শক্তি পরিবর্তন হচ্ছে।’