বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মাঠে নামছেন মেসি-নেইমাররা

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

গুরুত্বপূর্ণ-ম্যাচে-আজ-রাতে-মাঠে-নামছেন-মেসি-নেইমাররা

গুরুত্বপূর্ণ-ম্যাচে-আজ-রাতে-মাঠে-নামছেন-মেসি-নেইমাররা

জমে উঠেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। দ্বিতীয় ম্যাচ ডে-র শেষ দিনের লড়াইয়ে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছেন মেসি-নেইমাররা। তাদের দল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) প্রতিপক্ষ মাক্কাবি হাইফা।

আসরে নিজেদের প্রথম ম্যাচে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল পিএসজি। দ্বিতীয় ম্যাচে ফরাসি জায়ান্টদের সামনে গ্রুপের দুর্বলতম দল হাইফা। এক্ষেত্রে জয় অনেকটা নিশ্চিত থাকলেও পা হড়কালেই গ্রুপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়তে পারে লা পারিসিয়ানরা।

ফলে মেসি-নেইমারদের আজ রাতে জ্বলে ওঠা গুরুত্বপূর্ণ। ম্যাচটি শুরু হবে বাংলাদেসসময় রাত ১টায়। একই সময়ে গ্রুপের বাকী দুই দল জুভেন্টাস ও বেনফিকা একে অপরের মুখোমুখি হবে।

এদিকে গতকাল রাতে এবারের আসরের গ্রুপ পর্বের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা। ম্যাচটিতে জয়লাভ করেছে জার্মান ক্লাবটি। বায়ার্ন থেকে রবার্ট লেভানদোভস্কিকে ছিনিয়ে নিয়েও এই প্রতিযোগিতায় বাভারিয়ানদের বিপক্ষে টানা পঞ্চম হারের শিকার হলো বার্সা।

এছাড়া প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে কিঞ্চিৎ ছন্নছাড়া দল লিভারপুল সহজ জয় পেয়েছে আয়াক্সের বিপক্ষে। তবে স্পোর্টিং সিপির কাছে টটেনহ্যাম হটস্পার্স ও বায়ার লেভারকুসেনের কাছে অ্যাথলেটিকো মাদ্রিদ অপ্রত্যাশিত হারের শিকার হয়েছে।