বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছকে বাঁধা নিয়মের বাহিরে হাবিব ওয়াহিদ

প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

ছকে-বাঁধা-নিয়মের-বাহিরে-হাবিব-ওয়াহিদ

ছকে-বাঁধা-নিয়মের-বাহিরে-হাবিব-ওয়াহিদ

গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ। নিজের গান নিজেই সুর করতে ভালোবাসেন এই গায়ক। প্লেব্যাকও করেছেন অনেক কিন্তু সেটাও ছিলো নিজের সুরে গান। এবার তিনি এই ছকে বাঁধা নিয়মের বাহিরে গেলেন।

প্লেব্যাক করলেন অন্যের সুর আর লেখা গানের। ‘অভিমানি রোদ্দুরে’ শিরোনামের গানটি লিখেছেন সংযুক্তা সাহা এবং সুর করেছেন অম্লান চক্রবর্তী। দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় এটি ব্যবহার করা হবে। 

হাবিব ওয়াহিদ আগেই বলেছিলেন, যদি ভালো কিছু হয় তাহলে আমি অবশ্যই অন্যের সুর ও কথায় গান গাইবো। তাই, তার এবারের সিনেমার গানটি অন্যগুলোর চেয়ে আলাদা। এছাড়া এতে হাবিবের সহশিল্পী হিসেবে এসেছেন, এই প্রজন্মের মেধাবী গায়িকা নন্দিতা। 

গত ১২ই সেপ্টেম্বর গানটি অনলাইনে প্রকাশ পায়। এর পর থেকেই শ্রোতা ও দর্শকদের মন কেড়ে নিতে শুরু করেছে ‘অভিমানী রোদ্দুরে’। গানের কথা, সুর ও গায়ক গায়িকার এই যুগোলবন্দী শ্রোতাদের মন কেড়ে নিয়েছে।

উল্লেখ্য, ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম, রোশান, মনোজ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো অপারেটিভ সোসাইটি।

>>>অভিমানি রোদ্দুরে<<< শিরোনামের গানটি