বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপিকে ‘না’ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ

প্রকাশিত : ০৫:১০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

বিএনপিকে-না-সংস্কৃতি-থেকে-বেরিয়ে-আসার-পরামর্শ

বিএনপিকে-না-সংস্কৃতি-থেকে-বেরিয়ে-আসার-পরামর্শ

বিগত বছরগুলোতে দেশে ঘটে যাওয়া সবগুলো নির্বাচনে পরাজিত হয়ে সব বিষয়ে না বলা যেন বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। তাদের সাংঘর্ষিক এবং এই না বলার রাজনীতির অবসান প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তারা বলছেন, বিএনপির সবকিছুতেই না বলার যে রাজনীতি সেটির অবসান হওয়া প্রয়োজন। যেখানে না বলা দরকার অবশ্যই সেখানে না বলবে। কিন্তু সবকিছুতেই না বলা আর সবসময় সাংঘর্ষিক রাজনীতি করা দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।

তারা বলেন, বিএনপি মহাসচিব ফখরুল সাহেব আজ বলেছেন, সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনে নামবেন। ক’দিন আগে তিনি নিজেই বলেছিলেন, উনারা আন্দোলনে আছেন, আবার এখন বলছেন নামবেন; এখন কোনটা সঠিক সেটা বোঝা মুশকিল।

এর আগে বিএনপি হরতাল অবরোধ করে দেশ অস্থিতিশীল করেছে। তাদের ষড়যন্ত্র সফল হয়নি। এখন আগামী দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে না এর সংস্কৃতি চালু করেছে। তারা নির্বাচনে যেতে চায় না। ভোটকে বিশ্বাস করো না। ইভিএম কে বিশ্বাস করো না।  ভবিষ্যতেও তাদের ষড়যন্ত্র সফল হবে না।

দুর্নীতি হত্যা লুণ্ঠনের দায়ে পলাতক আসামি তারেক রহমান বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। বিএনপি হাওয়া ভবন বানিয়ে এ দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। সেই বিএনপি এখন কথায় কথায় দুর্নীতির কথা বলে। এদের লাজ সরম বলে কিছু আছে কি না?

এরা লজ্জা-শরমহীন। দুর্নীতিতে জড়িতরা কেউ বিএনপি করতে পারবে না এটা তাদের গঠনতন্ত্রে নেই। তারা সেটা তাদের গঠনতন্ত্র থেকে উঠিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকতে দেশকে ধ্বংস করা ছাড়া কিছু করেনি।