বিশ্বকে বিপদ থেকে রক্ষায় যে আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
বিশ্বকে-বিপদ-থেকে-রক্ষায়-যে-আহ্বান-জানালেন-জাতিসংঘের-মহাসচিব
সংঘাত, জলবায়ু পরিবর্তন, ‘ভঙ্গুর বৈশ্বিক আর্থিক ব্যবস্থা’, দারিদ্র্য, অসমতা, ক্ষুধা ও বিভাজনের বিষয় উল্লেখ করে গুতেরেস বলেন, ‘শান্তি, মানবাধিকার এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করতে গিয়ে আমরা বিপদের মুখোমুখি হয়েছি।
জাতিসংঘ প্রধান আরো বলেন, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় দরকার অব্যাহত সংহতি, যা আমরা এ সংস্থায় বৃহৎ অঙ্গীকার ও সম্ভাবনার মধ্য দিয়ে প্রদর্শন করি। সবার জন্য চ্যালেঞ্জ মোকাবিলায় অব্যাহত সংহতির প্রয়োজন হবে।
আগামী সপ্তাহে বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক সরকার ও রাষ্ট্র্রপ্রধান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। সেখানে তারা পর্যায়ক্রমে বক্তব্যও রাখবেন।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে মস্কোর অনুরোধে ভিসা দেওয়া হয়েছে বলে রাশিয়ান কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। তবে অর্ধেক প্রতিনিধিদলের জন্য ভিসা ইস্যু করেছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজয়ার গত ২ সেপ্টেম্বর গুতেরেসকে লেখা একটি চিঠির তথ্যানুসারে, মস্কো ওয়াশিংটনের কাছে ৫৬টি ভিসা চেয়েছিল। তবে রাশিয়ার কূটনৈতিক সূত্র জানিয়েছে, ও২৪টি ভিসার অনুমোদন করেছে জাতিসংঘের মহাসচিব।
১৯৪৭ সালের জাতিসংঘের ‘হেডকোয়ার্টার চুক্তির’ অধীনে যুক্তরাষ্ট্রকে সাধারণত বিদেশী কূটনীতিকদের জন্য জাতিসংঘে প্রবেশের অনুমতি দিতে হয়। কিন্তু ওয়াশিংটন বলছে, নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও পররাষ্ট্রনীতির কারণে তারা ভিসা প্রত্যাখ্যান করতে পারে।
জাতিসংঘ এ মাসের শুরুতে বলেছিল, রাশিয়ান প্রতিনিধিদলের ভিসা ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে তারা। মূলত চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে মস্কো আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-পর্যায়ের অধিবেশন শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর।