মাটির নিচ থেকে আসা রহস্যময় শব্দে আতঙ্কিত গ্রামবাসী
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
মাটির-নিচ-থেকে-আসা-রহস্যময়-শব্দে-আতঙ্কিত-গ্রামবাসী
ভারতের মহারাষ্ট্রের লাতুর জেলার হাসোরি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ত এক সপ্তাহ ধরে হাসোরি গ্রামের মাটির নিচ থেকে শব্দ শোনা যাচ্ছে। মাটির নিচ থেকে রহস্যময় শব্দে আতঙ্কে দিন পার করছেন গ্রামবাসী। তাদের ধারণা, কখন কোন বিপদ তাদের ওপর ভর করে বসে।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনেও বলা হয়েছে যে, গত এক সপ্তাহ ধরে হাসোরি গ্রামের মাটির নিচ থেকে শব্দ শোনা যাচ্ছে।
লাতুর জেলার একজন কর্মকর্তা জানান, বৈজ্ঞানিক ব্যাখ্যা পেতে জেলার কর্মকর্তারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব জিওম্যাগনেটিজমের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ করা হয়েছে।
হাসোরি গ্রামটি থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত কিল্লারি গ্রামে ১৯৯৩ সালে ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে ৯ হাজার ৭০০ জনের মৃত্যু হয়। এরপর থেকে ঐ অঞ্চলে আর কোনো ভূমিকম্পের ঘটনা ঘটেনি।
লাতুর জেলার কর্মকর্তা পৃথ্বীরাজ বিপি বলেন, জনগণ আতঙ্কিত হয়ে ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ করেছেন। আমরা মঙ্গলবার সেখানে গিয়েছি। একটি বিশেষজ্ঞ দল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করবেন।