বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব রাজনীতি উল্টাতে যে কৌশল নিয়েছে রাশিয়া!

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

বিশ্ব-রাজনীতি-উল্টাতে-যে-কৌশল-নিয়েছে-রাশিয়া

বিশ্ব-রাজনীতি-উল্টাতে-যে-কৌশল-নিয়েছে-রাশিয়া

২০১৪ সাল থেকে বিশ্বের রাজনীতি বদলাতে কৌশল অবলম্বন শুরু করছে রাশিয়া। বিশ্ব রাজনীতি পরিবর্তনের লক্ষ্যে প্রায় ২৪ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের পেছনে অন্তত ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করে মস্কো। 

মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থা এ দাবি তোলে তথ্য প্রকাশ্যে এনেছে।

গোয়েন্দা সংস্থার প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিশ্ব রাজনীতি পরিবর্তনের জন্য ৩০০ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে সর্বনিম্ন অর্থ যা গোয়েন্দা সংস্থা দ্বারা যাচাই করা হয়েছে। তবে রাশিয়ার আরো অর্থায়ন এখনো চিহ্নিত করা যায়নি। 

নাম না প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা সংবাদিককে বলেন, এ অংকের পরিমাণ গোপনে ব্যয় করা অংশের ক্ষুদ্র অংশমাত্র। 

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র নির্দিষ্ট করে কোনো দেশের নাম প্রকাশ করেন। 

এর আগে, বসনিয়া ও ইকুয়েডরের মতো দেশে অর্থনৈতিক শক্তি দিয়ে ক্ষমতা খাটানোর বিষয়টি আবিষ্কার করে মার্কিন গোয়েন্দা সংস্থা। 

নতুন অনুসন্ধানের মধ্যে সবচেয়ে জঘন্যতম বিষয়টি হচ্ছে- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে যে, এশিয়ার কিছু দেশে রাশিয়ার রাষ্ট্রদূত অর্থ দিয়ে প্রেসিডেন্ট পদের প্রার্থীদের সহায়তা করছে।

নতুন অনুসন্ধান অনুযায়ী, ইউরোপেও অর্থ দিয়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউরোপের দেশগুলোর দলগুলোকে অর্থায়ন করতে কাল্পনিক চুক্তি ও অস্ত্রের কোম্পানিকে ব্যবহার করছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানিগুলো সরাসরি সেন্ট্রাল আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় অর্থায়ন করছে।

এতে আরো জানা যায়, রাশিয়া এই সময়ে অর্থ পাঠাচ্ছে। কিন্তু সেটি ক্রিপ্টো কারেন্সির মাধ্যম ও উপহার হিসেবে ব্যবহার হচ্ছে। 

বাইডন প্রশাসন এরইমধ্যে ইউক্রেনে অভিযান চালানোর বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ১০০টির বেশি দেশের সরকারের সঙ্গে প্রাপ্ত তথ্য জানাচ্ছেন মাকির্ন রাষ্ট্রদূতরা। কর্তৃপক্ষ বলছে, ডোনাল্ড ট্রাম্পকে হারানোর পর বাইডেন প্রশাসনের ‘গণতন্ত্র সম্মেলন’র একটি চেষ্টার অংশ মাত্র। 

নতুন এ অনুসন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো খবর জানায়নি। তবে এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দাবি করেন, ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। এজন্য তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাম্পকে সমর্থন জানিয়েছিল।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, আমরা আমাদের দুর্বলতা চিহ্নিত করতে কাজ করছি। আমরা অন্যকেও একই ধরনের কাজের উৎসাহ দিচ্ছি।

এদিকে, রাশিয়া বলছে, মার্কিন গোয়েন্দা সংস্থার এসব অভিযোগ অনেক পুরনো। সিআএর এমন ভুয়া অভিযোগের দীর্ঘ ইতিহাস আছে। তারা ইরান ও চিলির ব্যাপারেও এমন ভুয়া কথা ছড়িয়েছিল। 

রাশিয়ার এসব অভিযোগের প্রেক্ষিতে মার্কিন কর্মকর্তারা ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছেন।