উলভসে যোগ দিলেন কস্তা
প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
উলভসে-যোগ-দিলেন-কস্তা
গ্রীষ্মকালীন দলবদলে ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে উলভসে আসা অস্ট্রিয়ান স্ট্রাইকার সাসা কালাজিচ অভিষেক ম্যাচেই হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েছেন। অন্যদিকে কুঁচকির ইনজুরির কারনে আগে থেকেই সাইডলাইনে আছে মেক্সিকান ফরোয়ার্ড রাউল জিমেনেজ।
৩৩ বছর বয়সী কস্তা জানুয়ারিতে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো মিনেইরো ছাড়ার পর ফ্রি এজেন্টে পরিণত হয়েছিলেন। গত সপ্তাহে মেডিকেল পরীক্ষার পর তার সঙ্গে উলভসের এক বছরের চুক্তি হয়েছে।
এক বিবৃবিতে উলভস চেয়ারম্যান জেফ শি বলেছেন, ‘দিয়েগো কস্তাকে উলভসে এবং একইসঙ্গে আবারো প্রিমিয়ার লিগে স্বাগত জানাতে পেরে আমরা সত্যিই দারুণ আনন্দিত। সর্বোচ্চ পর্যায়ে কস্তার সমৃদ্ধ অভিজ্ঞতা আছে। একের পর এক ম্যাচ জয়ের অভিজ্ঞতা থেকে আশা করছি ড্রেসিং রুম ও মাঠে সে আমাদের দলকে সহযোগিতা করতে পারবে। এবারের লিগে আমরা তার সাফল্যের দিকে তাকিয়ে আছি।’
এ পর্যন্ত লিগে অনুষ্ঠিত ৬ ম্যাচে মাত্র তিন গোল করা উলভস একজন স্ট্রাইকারের খোঁজে ছিল। লিগে অংশ নেয়া ২০ দলের মধ্যে উলভসই এখনো পর্যন্ত সবচেয়ে কম গোল দিয়েছে।
২০১৪-২০১৭ সাল পর্যন্ত ৯ নম্বর জার্সি গায়ে কস্তা চেলসির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি ব্লুজদের হয়ে ৫৯ গোল করেছেন। একইসঙ্গে লন্ডনের ক্লাবটিকে দুটি প্রিমিয়ার লিগের শিরোপা উপহার দিয়েছেন। তিন মৌসুমেই তিনি চেলসির সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
সে সময়কার কোচ আন্তোনিও কন্তের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় কস্তা চেলসি ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে ফিরে গিয়েছিলেন। দুই মেয়াদে কস্তা অ্যাথলেটিকোর হয়ে ৮৩ গোল করা ছাড়াও দুটি লা লিগা ও ইউরোপা লিগের শিরোপা উপহার দিয়েছেন।
মাত্র এক জয়ে উলভস বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের ১৪তম স্থানে রয়েছে। শনিবার লিগে তাদের পরবর্তী প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।