বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুমারী না হলে কাজ পাওয়া যেত না, শাহরুখ খানের নায়িকার বিস্ফোরক মন্তব্য

প্রকাশিত : ০১:২০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

কুমারী-না-হলে-কাজ-পাওয়া-যেত-না-শাহরুখ-খানের-নায়িকার-বিস্ফোরক-মন্তব্য

কুমারী-না-হলে-কাজ-পাওয়া-যেত-না-শাহরুখ-খানের-নায়িকার-বিস্ফোরক-মন্তব্য

সুভাষ ঘাই পরিচালিত ‘পরদেশ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক করেন নেপালী বংশোদ্ভূত মডেল ও ভারতীয় অভিনেত্রী মহিমা চৌধুরী। এতে তার সঙ্গে ছিলেন বলিউড তারকা শাহরুখ খান। ১৯৯৭ সালের আগস্টে সিনমোটি মুক্তির পর শ্রেষ্ঠ নারী চরিত্রে আত্মপ্রকাশের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান মহিমা।

বলিউডে অভিষেকের পর বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দেন এই অভিনেত্রী। কিন্তু একটা সময়ের পরে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন তিনি। ক’মাস আগেই তার ক্যানসার আক্রান্তের খবর প্রকাশ্যে আসে। এ খবর তুলে ধরে অনুপম খের তাকে হিরো বলেও আখ্যায়িত করেন। আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার মাধ্যমে সুস্থ রয়েছেন এই অভিনেত্রী।

‘পরদেশ’র এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে অতীতের ভয়াবহ অভিজ্ঞতা রোমন্থন করেন। বলেন, আমি মনে করি এখন ইন্ডাস্ট্রিতে নারীদের একটি জায়গা আছে। অভিনেত্রীরা ভালো পারিশ্রমিক পান, অনুমোদন ও সম্মান পান। তাদের অবস্থান আগের থেকে এখন অনেক ভালো। তবে আগের গল্পটা এত মসৃণ ছিল না।

মহিমা বলেন, তখন কেউ কারো সঙ্গে সম্পর্ক রয়েছে শুনলে কাজ থেকে বাদ পড়ার ভয় ছিল। বলিউড আপাদমস্তক কুমারী মেয়েদের চাইতো। যারা কোনোদিন পুরুষের সাহচর্যে আসেনি, কাউকে চুমু খায়নি। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ভুলে যান। ওখানেই শেষ হয়ে যেত ক্যারিয়ার।

তিনি বলেন, বিয়ে হওয়া নারীরা ইন্ডাস্ট্রিতে পা রাখার কথাই ভাবতে পারতেন না। আর সন্তান থাকলে তো কথাই নেই। এমন চরম লিঙ্গবৈষম্যের সিনেমার মধ্যেই পড়েছিলেন মহিমা। তবে সব কিছু সামলে এখন ইন্ডাস্ট্রিতে সুদিন দেখছেন।

প্রসঙ্গত, গত বছরের শুরুতে ক্যানসার শনাক্ত হয় মহিমার। অভিনেতা অুনুপম খের সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ্যে এনে তার পাশে দাঁড়িয়েছিলেন। মুম্বাইয়ে চিকিৎসার পর যখন সুস্থ হওয়া দিকে, সেই সময় মাথার সব চুল পড়ে গিয়েছিল।