সাবিনাদের নিয়ে গর্বিত কোচ ছোটন
প্রকাশিত : ১১:৩০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
সাবিনাদের-নিয়ে-গর্বিত-কোচ-ছোটন
মঙ্গলবার নেপালের দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে হরানোর পর বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি বলেন, অসাধারণ ম্যাচ খেললো সাবিনারা। তাদেরকে অভিবাদন জানাই। বাংলাদেশ কোচ বলেন, প্রথমবার মেয়েদের জাতীয় দল হারিয়েছে ভারতকে। এটা সম্ভব হয়েছে সাবিনাদের কঠোর পরিশ্রমের কারণে।
কিছুটা আবেগআপ্লুত হয়ে ছোটন বলেন, দীর্ঘ পাঁচ বছর মেয়েরা পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে ক্যাম্প করেছে এই টুর্নামেন্টের জন্য। এটা সেই ত্যাগের ফসল।
এদিকে ভারতের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস আগেই জন্মেছিল বলে জানান কোচ। তিনি বলেন, মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আমার আত্মবিশ্বাস জন্মেছিল। মনে হয়েছিল মেয়েরা ভারতকে হারাতে পারবে। সেটাই করে দেখিয়েছে তারা। যদিও কেউ কেউ বলেছিলেন কয়েকজনকে বিশ্রামে দিতে। কিন্তু আমি তা দেইনি।
সাবিনাদের নিয়ে গবির্ত গোলাম রব্বানী বলেন, মেয়েদের ফুটবলের দিন বদলের পালা শুরু হয়ে গেল এই ম্যাচের মধ্য দিয়েই। কারণ আমাদের হারানোর কিছু ছিলো না। বড় ম্যাচের চাপটাকে সহজ করে জিতেছে সাবিনারা। একটি লক্ষ্য পূরণ হলো। এখন শিরোপা জয়ের লক্ষ্য আমাদের।