বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রানি এলিজাবেথের জন্য ওমরাহ করে গ্রেফতার!

প্রকাশিত : ০৮:৫০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার

রানি-এলিজাবেথের-জন্য-ওমরাহ-করে-গ্রেফতার

রানি-এলিজাবেথের-জন্য-ওমরাহ-করে-গ্রেফতার

ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের নামে ওমরাহ পালন করতে গিয়ে পবিত্র নগরী মক্কায় গ্রেফতার হয়েছেন এক ইয়েমেনের নাগরিক।

সোমবার (১২ সেপ্টেম্বর) ওমরাহর বিধান এবং নির্দেশাবলী লঙ্ঘন করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্র্যান্ড মসজিদের নিরাপত্তা বাহিনী একজন ইয়েমেনি নাগরিককে গ্রেফতার করেছেন। ওই ব্যক্তি গ্র্যান্ড মসজিদের ভেতরে একটি ব্যানার নিয়ে ভিডিও করছিলেন। ওমরাহর বিধান এবং নির্দেশাবলী লঙ্ঘন করার ফলে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন অভিযুক্ত ব্যক্তি। ক্লিপটিতে তিনি একটি ব্যানার ধরে রেখেছিলেন যাতে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন জান্নাতবাসী হন।

আরো পড়ুন>> বায়ার্নের মাঠে ফের হার বার্সার

ভিডিওটি ছড়িয়ে পড়লে, ওই ব্যক্তিকে গ্রেফতারের আহ্বান জানান সৌদি আরবের নাগরিকেরা।

উল্লেখ্য, মক্কায় ওমরাহকারীদের ব্যানার বহন বা স্লোগান নিষিদ্ধ করেছে সৌদি আরব। এছাড়া ইসলামে মৃত ব্যক্তিদের পক্ষে ওমরাহ পালন করা গ্রহণযোগ্য হলেও অমুসলিমদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

গত বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। ১৯ সেপ্টেম্বর তার দাফন হওয়ার কথা রয়েছে।

সূত্র: মিডলইস্ট আই