কোহলিকে গুরুত্বপুর্ণ যে পরামর্শ দিলেন আফ্রিদি
প্রকাশিত : ১১:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
কোহলিকে-গুরুত্বপুর্ণ-যে-পরামর্শ-দিলেন-আফ্রিদি
একটি টিভি অনুষ্ঠানে আফ্রিদি বলেছেন, ‘ক্যারিয়ারের শুরুতে খ্যাতি পাওয়ার আগে বিরাটকে (কোহলি) অনেক লড়াই করতে হয়েছিল। সে একজন চ্যাম্পিয়ন। তবে আমি বিশ্বাস করি, সবার ক্যারিয়ারেই এমন একটা সময় আসে, যখন অবসরের পথে এগিয়ে যেতে হয়। তখন লক্ষ্য হওয়া উচিত, যেন মাথা উঁচু করে যেন বিদায় নেয়া যায়।’
আফ্রিদি আরো বলেন, ‘এমন পর্যায়ে যাওয়া উচিত হবে না, যখন আপনি দল থেকে বাদ পড়ে যাবেন। বরং চূড়ায় থেকেই বিদায় নেয়া উচিত। যদিও এমনটা খুব কদাচিৎ হয়। খুব কম খেলোয়াড়, বিশেষ করে এশিয়ানদের খুব কম জনই এই সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারেন। তবে আমার মনে হয়, কোহলি যখন অবসর নেবে, ভালোভাবেই নেবে। ব্যক্তিত্ব বজায় রেখেই সে বিদায় নেবে, যেভাবে সে ক্যারিয়ার শুরু করেছিল, ঠিক সেভাবেই।’
আরো পড়ুন>> স্ত্রী হত্যার দায়ে বিচারকের ফাঁসি
উল্লেখ্য, ক্যারিয়ারে একের পর এক মাইলফলক অর্জনের পথে থাকা কোহলির হঠাৎ করেই ছন্দপতন হয়। একপর্যায়ে তিন সংস্করণেই দেশের অধিনায়কত্ব হারিয়ে ফেলেন। কপিল দেবসহ ভারতের অনেক সাবেক ক্রিকেটার কোহলিকে বাদ দেওয়ার কথাও বলেছিলেন তখন।
ছন্দে ফেরাতে কোহলিকে বিশ্রামও দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশেষে দীর্ঘ সময়ের রানখরা ঘুচিয়ে এশিয়া কাপে দারুণ ব্যাটিং করে সমালোচকদের জবাব দেন কোহলি।
সূত্র: হিন্দুস্তান টাইমস