বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাপনের লক্ষ্য পরের টি-২০ বিশ্বকাপ!

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

পাপনের-লক্ষ্য-পরের-টি-২০-বিশ্বকাপ

পাপনের-লক্ষ্য-পরের-টি-২০-বিশ্বকাপ

একেক সময় একেক রকম কথা বলে আলোচনার জন্ম দিচ্ছেন বিসিবি বস নাজমুল হাসান পাপান। এশিয়া কাপের আগে বলেছিলেন এবারের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ। কিন্তু এবার বলছেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো খেলা টাইগারদের লক্ষ্য নয়, লক্ষ্য তার পরের টি-২০ বিশ্বকাপে ভালো কিছু করা। সেই টার্গেট সামনে রেখেই এগোচ্ছেন তারা।

মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমনটা বলেন। 

পাপন বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে টার্গেট করে কিছু করতে হবে।’

টি-২০ ফরম্যাটে ভালো করার লক্ষ্যে বিশ্বকাপের আগে তাই বেশ কয়েকটি বড় পরিবর্তন এনেছে বিসিবি। মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। নিয়ে আসা হয়েছে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে শ্রীধরন শ্রীরামকে। তবে যত কিছুই করা হোক, রাতারাতি পরিবর্তন আশা করা ঠিক হবে না-মনে করেন বিসিবি সভাপতি। 

পাপন বলেন, ‘এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই যে, আপনাকে রাতারাতি টি-২০ ফরম্যাটে সব ঠিক করে দেবে। এতো দিন যা হয়েছে, হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে। নেক্সট টি-২০ বিশ্বকাপের জন্য দল তৈরি করছি আমরা।’

দল নিয়ে পাপন আরো বলেন, ‘এটার জন্য কিছু এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস অ্যান্ড ডাউন হবে। এজন্য আমাদেরকে মানিয়ে নিতে হবে। ওইটা যদি খারাপও হয়, আমরা হতাশ হবো না। আমরা চাই ভালো হোক। ইভেনচুয়েলি ছয় মাস বা সাত মাস কিংবা এক বছর পর যদি স্ট্রং কোনো দল দাঁড় করানো যায়, তাহলে তো ভালো। মাথায় থাকতে হবে সবকিছুই। আমরা সামনের (পরের) বিশ্বকাপের জন্য সব করছি।’