মাস্ক পরতে বলায় ম্যানেজার হত্যা, জার্মান নাগরিকের যাবজ্জীবন
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
মাস্ক-পরতে-বলায়-ম্যানেজার-হত্যা-জার্মান-নাগরিকের-যাবজ্জীবন
২০২১ সারের সেপ্টেম্বরে জার্মানির পশ্চিমাঞ্চলের শহর ইদার ওবারস্টিয়েনে ম্যানেজারকে গুলি করে হত্যায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। এটিকে সরকারের পক্ষ থেকে করোনার বিধিনিষেধের অংশ হিসেবে মাস্ক ও টিকাবিরোধী কণ্ঠ হিসেবে বিবেচনা করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, ঐ সময় জামার্নির অন্যান্য দোকানের ন্যায় ২০ বছরের একজন ছাত্র অ্যালেক্স দোকানের ভেতরে মাস্ক পরতে জার্মান নাগরিককে বলেন। কিছু সংক্ষিপ্ত বিতর্ক শেষে ঐ লোক চলে যান।
ঐ লোককে চিহ্নিত করা হয়েছিল। তার নাম ছিল মারিও এন। ঐ দোকান থেকে চলে যাওয়ার আড়াই ঘণ্টা পর মাস্ক পরে ফের আসেন মারিও। যখন দোকান থেকে ছয় প্যাকের বিয়ারন কেনেন মারিও তখন ঐ দোকান কর্মী ছাত্রের সঙ্গে মাস্ক খুলে তর্ক মুরু করেন। তর্কের এক পর্যায়ে একটি রিভলবার বের করে ম্যানেজারকে গুলি করেন মারিও।
সেই ঘটনায় মঙ্গলবার বাদ-ক্রিউনাচ জেলার আদালত মারিওকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা দেন। তবে মারিও বিপক্ষের আইনজীবীর দল তার বিরুদ্ধে হত্যার চেয়ে নরহত্যার সাজা চেয়েছিলেন।
জার্মানের আইন অনুযায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৫ বছর জেলে থাকার পর প্যারোলের আবেদন করতে পারেন।