পশ্চিমবঙ্গে শুভেন্দু-লকেটসহ বিজেপির কয়েক নেতা আটক
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
পশ্চিমবঙ্গে-শুভেন্দু-লকেটসহ-বিজেপির-কয়েক-নেতা-আটক
মঙ্গলবার রাজ্যটির রাজধানী কলকাতায় বিক্ষোভে নামলে তাদের আটক করে পুলিশ।- খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের কথিত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার সড়কে বিক্ষোভ করেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্যটির বেশ কয়েকজন বিজেপি নেতা। পরে মিছিল নিয়ে রাজ্য সচিবালয় ‘নবান্ন’-এর দিকে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।
এনডিটিভি বলছে, শুভেন্দু অধিকারী, বিজেপির এমপি লকেট চ্যাটার্জি ও রাহুল সিনহাসহ দলের অন্য নেতারা সচিবালয়ের কাছে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। পরে একটি প্রিজন ভ্যানে করে তাদের তুলে নিয়ে যায়।
এর আগে, পশ্চিমবঙ্গ রাজ্যের শত শত বিজেপি সমর্থক মঙ্গলবার সকালে ‘নবান্ন অভিযান’ বা সচিবালয়মুখী পদযাত্রায় অংশ নিতে কলকাতা এবং পার্শ্ববর্তী হাওড়ায় জড়ো হন।